আমানুল্লাহ আসিফ মীর, স্টাফ রিপোর্টার: শেরপুরের নালিতাবাড়ীতে দুইদিন ব্যাপী পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে। ৬ জানুয়ারি মঙ্গলবার সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যদিয়ে শেষ হয় এই আয়োজন। এর আগে গতকাল সোমবার উপজেলার নাজমুল স্মৃতি কলেজ প্রাঙ্গনে এই আয়োজন করে বাংলা বিভাগ।
পিঠা উৎসব উপলক্ষে পিঠার স্টল প্রদর্শন, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে কলেজটির বাংলা বিভাগের শিক্ষার্থীরা।
নাজমুল স্মৃতি কলেজ বাংলা বিভাগের চেয়ারম্যান মফিজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ হাবিবুর রহমান।