জায়েদ মাহমুদ রিজন,স্টাফ রিপোর্টার: শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় যুবদের কর্মসংস্থান সৃষ্টি ও মৎস্য উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে এক মাসব্যাপী মৎস্য চাষ প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। সোমবার (৮ ডিসেম্বর) উপজেলার সরকারি নাজমুল স্মৃতি কলেজ এ উপলক্ষে একটি উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারি নাজমুল স্মৃতি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হাবিবুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কলেজের প্রভাষক আমিনুল ইসলাম ও আমিনুল ইসলাম ফারুক।
এক মাসব্যাপী এই প্রশিক্ষণ কার্যক্রমে প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করবেন শেরপুর যুব উন্নয়ন অধিদপ্তরের মৎস্য প্রশিক্ষক ছাইদুল হক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নালিতাবাড়ী উপজেলা সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা মাহফুজা ইয়াসমিন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা খাইরুল ইসলাম।
বক্তারা বলেন, এ ধরনের প্রশিক্ষণের মাধ্যমে যুবসমাজ আধুনিক ও বৈজ্ঞানিক পদ্ধতিতে মৎস্য চাষে দক্ষতা অর্জন করে স্বাবলম্বী হতে পারবে। পাশাপাশি স্থানীয় অর্থনৈতিক উন্নয়ন ও পুষ্টি চাহিদা পূরণেও এ প্রশিক্ষণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।