জায়েদ মাহমুদ রিজন,স্টাফ রিপোর্টার: শেরপুরের নালিতাবাড়ীতে ৭২ বোতল ভারতীয় মদসহ রজব আলী (৩৮) নামে এক মাদককারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। ১০ ডিসেম্বর বুধবার রাতের অভিযানে তাকে আটক করা হয়। তিনি উপজেলার পোড়াগাঁও ইউনিয়নের বাতকুচি এলাকার জয়নাল আবেদীনের ছেলে।
পুলিশ জানায়, মাদকদ্রব্য মজুদের গোপন সংবাদের ভিত্তিতে বাতকুচি এলাকায় রজব আলীর বসতঘরে অভিযান চালানো হয়। এসময় বস্তাভর্তি কার্টন থেকে বিভিন্ন ব্র্যান্ডের মোট ৭২ বোতল ভারতীয় মদ জব্দ করা হয়। পরে ঘটনাস্থল থেকেই রজব আলীকে গ্রেফতার করা হয়।নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আশরাফুজ্জামান বলেন, “মাদকবিরোধী চলমান অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালিত হয়েছে। গ্রেফতার মাদককারবারির বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দিয়ে বৃহস্পতিবার দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে।”