জায়েদ মাহমুদ রিজন,স্টাফ রিপোর্টার: শেরপুরের নালিতাবাড়ীতে বেঙ্গল ইসলামী লাইফ ইন্সুরেন্স লিমিটেডের নতুন কার্যক্রমের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। ১৩ ডিসেম্বর শনিবার সকালে উপজেলার আড়াইআনী বাজারের জেবা প্লাজায় আনুষ্ঠানিকভাবে এ উদ্বোধন অনুষ্ঠান সম্পন্ন হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ আলোচক হিসেবে বক্তব্য রাখেন বেঙ্গল ইসলামী লাইফ ইন্সুরেন্স লিমিটেডের আমানাহ্ প্রকল্পের প্রকল্প প্রধান মোঃ মিরাজ ভূঁইয়া রাজ। তিনি বলেন, শরিয়াহভিত্তিক জীবন বীমা ব্যবস্থার মাধ্যমে সাধারণ মানুষের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করাই বেঙ্গল ইসলামী লাইফ ইন্সুরেন্স লিমিটেডের মূল লক্ষ্য।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামী আন্দোলনের নালিতাবাড়ী–নকলা আসনের মনোনীত প্রার্থী মাওলানা আব্দুল্লাহ আল কায়েস। তিনি বলেন, ইসলামী জীবন বীমা জনগণের জন্য একটি নিরাপদ ও বিশ্বাসযোগ্য ব্যবস্থা, যা পরিবার ও সমাজের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এছাড়াও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও শেরপুর জেলা বিএনপির সদস্য অধ্যক্ষ নুরুল আমিন। তিনি বলেন, বেঙ্গল ইসলামী লাইফ ইন্সুরেন্স লিমিটেডের এ উদ্যোগ সাধারণ মানুষের মধ্যে বীমা বিষয়ে সচেতনতা বাড়াবে।
আরও বক্তব্য রাখেন নালিতাবাড়ী পৌরসভার সাবেক মেয়র ও শহর বিএনপির সাবেক আহ্বায়ক আনোয়ার হোসেন ভিপি। তিনি বলেন, নালিতাবাড়ীতে বেঙ্গল ইসলামী লাইফ ইন্সুরেন্স লিমিটেডের কার্যক্রম চালু হওয়ায় স্থানীয় জনগণ শরিয়াহভিত্তিক জীবন বীমা সেবা সহজেই গ্রহণ করতে পারবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বেঙ্গল ইসলামী লাইফ ইন্সুরেন্স লিমিটেডের আমানাহ্ প্রকল্পের উপ-প্রকল্প প্রধান ও ময়মনসিংহ বিভাগীয় প্রধান এইচ এম এম ইলিয়াস উজ্জামান। সভাপতির বক্তব্যে তিনি বলেন, সততা, স্বচ্ছতা ও ইসলামী নীতিমালার আলোকে গ্রাহকদের সর্বোচ্চ সেবা প্রদানই বেঙ্গল ইসলামী লাইফ ইন্সুরেন্স লিমিটেডের অঙ্গীকার।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বেঙ্গল ইসলামী লাইফ ইন্সুরেন্স লিমিটেডের শাহ আলম ওয়াহেদি, রিজিওনাল সেলস ম্যানেজার (শেরপুর) এবং বেঙ্গল ইসলামী লাইফ ইন্সুরেন্স লিমিটেডের নালিতাবাড়ী শাখা ইনচার্জ আলহাজ্ব মোহাম্মদ জহুরুল ইসলাম।
অনুষ্ঠান শেষে অতিথিদের প্রতি সম্মান ও কৃতজ্ঞতা জানিয়ে বেঙ্গল ইসলামী লাইফ ইন্সুরেন্স লিমিটেডের পক্ষ থেকে তাদের হাতে সৌজন্য উপহার তুলে দেওয়া হয়। একই সঙ্গে অতিথিরা নতুন কার্যালয় পরিদর্শন করেন এবং প্রতিষ্ঠানের সার্বিক কার্যক্রমের সাফল্য কামনা করেন।