জায়েদ মাহমুদ রিজন,স্টাফ রিপোর্টার: শেরপুরের নালিতাবাড়ীতে সেঁজুতি বিদ্যানিকেতন ও উদীচী শিল্পীগোষ্ঠীর উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে।
রোববার (১৪ ডিসেম্বর) সকালে সেঁজুতি বিদ্যানিকেতনের প্রশাসনিক ভবনের সামনে শিক্ষক-শিক্ষার্থীদের অংশগ্রহণে জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। পরে জাতীয় পতাকা অর্ধনমিতকরণ এবং এক মিনিট নীরবতা পালনের মাধ্যমে দিনের কর্মসূচি শুরু হয়।
এরপর শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি শোক র্যালি বিদ্যালয় প্রাঙ্গণ থেকে শুরু হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহীদ মিনারে গিয়ে শেষ হয়। সেখানে শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
পুষ্পস্তবক অর্পণ শেষে সেঁজুতি বিদ্যানিকেতনের শিক্ষক শান্তি সাহার সভাপতিত্বে বিদ্যালয় প্রাঙ্গণে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও উদীচী শিল্পীগোষ্ঠী নালিতাবাড়ী উপজেলা শাখার সাধারণ সম্পাদক মুনীরুজ্জামান। তিনি শহীদ বুদ্ধিজীবীদের আত্মত্যাগের ইতিহাস তুলে ধরে নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত হওয়ার আহ্বান জানান।
আলোচনা সভা শেষে শিক্ষার্থীদের অংশগ্রহণে চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।