জায়েদ মাহমুদ রিজন,স্টাফ রিপোর্টার
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে গুলি করে হত্যাচেষ্টার ঘটনায় জড়িতদের সীমান্ত পারাপারে সহায়তার অভিযোগে শেরপুরের নালিতাবাড়ী সীমান্ত এলাকা থেকে দুইজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
আটককৃতরা হলেন—নালিতাবাড়ী উপজেলার আন্দারুপাড়া এলাকার ফিলিক্সের ছেলে বেঞ্জামিন চিরান (৪৫) এবং নিকোলাস রেমারের ছেলে চিসল নেংমিনজা (২৩)। তারা মূল অভিযুক্ত ফিলিপ স্নালের সহযোগী বলে জানিয়েছে বিজিবি।
সোমবার (১৫ ডিসেম্বর) সকালে নিজ নিজ বাড়ি থেকে তাদের আটক করা হয়। এ বিষয়ে সন্ধ্যায় বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম জানান, শরিফ ওসমান হাদির ওপর গুলিবর্ষণের ঘটনার পর সীমান্ত এলাকায় বিজিবি সতর্কতা জোরদার করে। এরই ধারাবাহিকতায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে অভিযুক্তদের পারাপারে সহায়তাকারী দুই সহযোগীকে আটক করা হয়।