আমানুল্লাহ আসিফ মীর, স্টাফ রিপোর্টার: শেরপুরের নকলায় মহান বিজয় দিবস ২০২৫ উপলক্ষে শেরপুরের দিনব্যাপী বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করেছে মানব কল্যাণ ফাউন্ডেশন।
১৬ ডিসেম্বর মঙ্গলবার উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠিত বিজয় মেলার অংশ হিসেবে এ কর্মসূচির আয়োজন করে এই স্বেচ্ছাসেবী সংগঠন।
আয়োজিত কর্মসূচিতে সংগঠনের সভাপতি আব্দুল্লাহ আল-আমিনের সভাপতিত্বে পরিচালক সাইম ইসলাম তূর্য, সাধারণ সম্পাদক আরফিকার হোসেন, সহ সভাপতি রনি ফরাজি, সহসাংগঠনিক সম্পাদক রিফাত,
কল্যাণ বিষয়ক সম্পাদক উমর ফারুক, শিক্ষা সম্পাদক আরিফ, সদস্য রাজিব মন্ডল লাভিন, সানিসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
মানবকল্যাণ ফাউন্ডেশনের পক্ষ থেকে বিনামূল্যে শতাধিক মানুষের রক্তের গ্রুপ নির্ণয় করা হয় বলে জানিয়েছে সংগঠনটি।