আমানুল্লাহ আসিফ মীর, স্টাফ রিপোর্টার: শেরপুরের নকলায় শতাধিক শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। মহান বিজয় দিবস উপলক্ষে মাসব্যাপী শীতবস্ত্র বিতরণ কর্মসূচির অংশ হিসেবে ১৬ ডিসেম্বর মঙ্গলবার বিকেলে উপজেলার টালকি ইউনিয়নের সাইলামপুর ফকির বাড়ি হাফিজিয়া মাদরাসা মাঠে এসব কম্বল বিতরণ করা হয়।
টালকি ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি বজলুল হকের সভাপতিত্বে এবং উপজেলা যুব বিভাগের সভাপতি আতিক আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের আমীর মাওলানা গোলাম সারোয়ার।
এসময় বিশিষ্ট ব্যবসায়ী মোসাদ্দেক হোসেন,
চর অষ্টধর ইউনিয়ন জামায়াত মনোনীত চেয়ারম্যান প্রার্থী মেহেদি হাসান সবুজ, ছাত্রশিবির নেতা তাহমিদুর রহমানসহ জামায়াতে ইসলামী ও অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে কম্বলপ্রাপ্ত শীতার্ত নারী-পুরুষ আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। স্থানীয়দের মতে, এ ধরনের মানবিক উদ্যোগ সমাজে ভ্রাতৃত্ব, সহমর্মিতা ও মানবিক মূল্যবোধকে আরও সুদৃঢ় করবে।