আমানুল্লাহ আসিফ মীর, স্টাফ রিপোর্টার: মহান বিজয় দিবস উপলক্ষে শেরপুরের নালিতাবাড়ীতে কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রের বনভোজন ও সনদপত্র বিতরণ অনুষ্ঠিত হয়েছে। ১৬ ডিসেম্বর মঙ্গলবার উপজেলার পানিহাতা মিশনে এই আয়োজন করে ডিজিটাল নালিতাবাড়ী ট্রেনিং সেন্টার।
মহান বিজয় দিবস উদযাপনের অংশ হিসেবে ডিজিটাল নালিতাবাড়ী ট্রেনিং সেন্টারের প্রশিক্ষণার্থীদের নিয়ে বনভোজন, আলোচনা সভা, সনদপত্র বিতরণ, লটারি ও মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়।
ডিজিটাল নালিতাবাড়ী ট্রেনিং সেন্টারের পরিচালক সফটওয়্যার ইঞ্জিনিয়ার সাব্বির রহমানের সভাপতিত্বে ও ইংলিশ স্পোকেন সোহান এর সঞ্চালনায় অতিথি সোহাগ আহমেদ, কম্পিউটার প্রশিক্ষক মিঠুন মিয়া, সাংবাদিক আমানুল্লাহ আসিফসহ ওই সেন্টারের প্রশিক্ষণার্থীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য যে কম্পিউটার প্রশিক্ষণ ও ইংলিশ স্পোকেনে সুনামের সাথে ডিজিটাল নালিতাবাড়ী ট্রেনিং সেন্টার পরিচালিত হয়ে আসছে।