জায়েদ মাহমুদ রিজন,স্টাফ রিপোর্টার:
শেরপুরের নালিতাবাড়ীতে ইটবোঝাই ট্রলি উল্টে ইটের নিচে চাপা পড়ে বিপুল (৫০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। বুধবার (২৪ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার গোজাকুড়া গ্রামে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহত বিপুল নালিতাবাড়ী পৌরশহরের উত্তর গড়কান্দা এলাকার বাসিন্দা এবং তোফাজ্জল হোসেনের ছেলে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, সন্ধ্যার দিকে একটি ইটবোঝাই ট্রলি নালিতাবাড়ী শহরের দিকে যাচ্ছিল। ট্রলিটি গোজাকুড়া রঞ্জুর মোড় এলাকায় পৌঁছালে হঠাৎ এর এক্সেল ভেঙে যায়। এতে নিয়ন্ত্রণ হারিয়ে চলন্ত ট্রলিটি উল্টে পড়ে। এ সময় ট্রলিতে থাকা বিপুল ইটের নিচে চাপা পড়েন। পরে ঘটনাস্হলেই তাঁর মৃত্যু হয়।
নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আশরাফুজ্জামান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।