জায়েদ মাহমুদ রিজন,স্টাফ রিপোর্টার: মরহুম জাহেদ আলী চৌধুরীর ১৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে নালিতাবাড়ীর শহীদ মিনার সংলগ্ন বিএনপির উপজেলা কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন প্রভাষক রওশন জামিল বিপ্লব, সাবেক ছাত্রদল নেতা; উপজেলা শ্রমিকদলের সভাপতি হুমায়ুন কবির; নয়াবিল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান মিজান; সাবেক উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান লিটন; শহর বিএনপির সাবেক আহ্বায়ক আনোয়ার হোসেন ভিপি এবং সাবেক উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আমিনুল ইসলাম জিন্নাহ।
বক্তারা তাদের বক্তব্যে মরহুম জাহেদ আলী চৌধুরীর রাজনৈতিক জীবনের নানা স্মৃতি ও অবদান তুলে ধরে বলেন, তিনি ছিলেন একজন ত্যাগী, নির্লোভ ও সাহসী রাজনীতিবিদ। দলের দুঃসময়ে তিনি আপসহীন ভূমিকা রেখে বিএনপিকে সুসংগঠিত করতে নিরলসভাবে কাজ করেছেন। তার সততা, আদর্শ ও রাজনৈতিক দূরদর্শিতা বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের নেতাকর্মীদের জন্য অনুকরণীয় দৃষ্টান্ত বলে বক্তারা উল্লেখ করেন।
আলোচনা সভা শেষে মরহুম জাহেদ আলী চৌধুরীর আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। একই সঙ্গে তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানানো হয়।
অনুষ্ঠানে উপজেলা বিএনপি, ছাত্রদল ও শ্রমিকদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন ।