আমানুল্লাহ আসিফ মীর, স্টাফ রিপোর্টার: র্যাব-১৪ এর অভিযানে শেরপুরের নালিতাবাড়ীতে ৩৬৯ বোতল বিদেশী মদ, একটি মোটরসাইকেল ও একটি চাইনিজ কুড়ালসহ দুইজন আটক হয়েছে। গতকাল রোববার ভোরে ভারত সীমান্তঘেষা বারোমারি মিশন বটতলা এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।
আটকৃতরা হলেন নালিতাবাড়ী উপজেলার দাওধারা গ্রামের নুরুল ইসলামের ছেলে মো. শামিম আহম্মেদ এবং সমশ্চুড়া গ্রামের আবুল হোসেনের ছেলে মো. ছামিদুল ইসলাম সাব্বির (১৯)।
বিষয়টি নিশ্চিত করে র্যাব জানায়, আটককৃত আসামিদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য নালিতাবাড়ী থানায় হস্তান্তর করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। উদ্ধারকৃত মদের আনুমানিক মূল্য ১৬ লাখ টাকা এবং মোটরসাইকেলের মূল্য প্রায় আড়াই লাখ টাকা বলে জানিয়েছে র্যাব।