আমানুল্লাহ আসিফ মীর, স্টাফ রিপোর্টার: শেরপুরের নালিতাবাড়ী উপজেলার নাকুগাঁও স্থলবন্দরে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়েছে। ৬ জানুয়ারি মঙ্গলবার বিকেলে নাকুগাঁও স্থলবন্দর শ্রমিক ইউনিয়ন কার্যালয়ে এই আয়োজন করে লোড-আনলোড শ্রমিক ইউনিয়ন। সংগঠনটির শতাধিক সদস্য দোয়া অনুষ্ঠানে অংশ নেন।
লোড-আনলোড শ্রমিক ইউনিয়নের সভাপতি শ্রমিকনেতা আব্দুস সামাদের সভাপতিত্বে এসময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন সংগঠনটির সাবেক সভাপতি আলম মিয়া, যুবদলনেতা শেখ ফরিদ, ব্যবসায়ী রমজান আলী, যুগ্ম সম্পাদক মোকছেদ আলী, কোষাধ্যক্ষ এনায়েত হোসেন প্রমুখ।