আমানুল্লাহ আসিফ মীর, স্টাফ রিপোর্টার: নিজ বসতবাড়ির উঠানেই খেলছিল ইয়াসিন আলী (৬)। কিন্তু হঠাৎ করে তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছিল না। খোঁজাখুঁজির একপর্যায়ে দেখা যায় বাড়ির পাশের ভোগাই নদীতে ইয়াসিনের মরদেহ ভেসে আছে।
৭ জানুয়ারি বুধবার শেরপুরের নালিতাবাড়ী উপজেলার পৌর শহরের উত্তর গড়কান্দা মহল্লায় এঘটনা ঘটেছে। নিহত ইয়াসিন ওই মহল্লার হৃদয় রাজ রোমানের ছেলে। শিশুটি বাক প্রতিবন্ধী ছিল বলে জানিয়েছে তার পরিবার।
পারিবারিক সূত্রে জানা যায়, বুধবার সকাল ১১টার দিকে ইয়াসিন তার নিজ বসতবাড়ির উঠানে খেলছিল। কিছুক্ষণ পর তাকে উঠানে দেখতে না পেয়ে তার বাবা-মা খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে দুপুরে ইয়াসিনের চাচি তাসলিমা বেগম বাড়ির পাশের ভোগাই নদীতে তাকে ভাসমান অবস্থায় দেখতে পান। তার ডাকচিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে শিশুটিকে নদী থেকে উদ্ধার করে নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ইয়াসিনকে মৃত বলে ঘোষণা করেন।
নালিতাবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আশরাফুজ্জামান বিষয়টি নিশ্চিত করে বলেন, এঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা রেকর্ড করা হয়েছে।