আমানুল্লাহ আসিফ মীর, স্টাফ রিপোর্টার: শেরপুরের নালিতাবাড়ীতে লাইসেন্সবিহীন সার বিক্রির অভিযোগে জিয়াউল হক (৪০) নামে এক ব্যক্তিকে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। ১৩ জানুয়ারি মঙ্গলবার উপজেলার মরাখালি (বিনা) বাজারে এই অভিযান পরিচালনা করা হয়।
সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আনিসুর রহমানের নেতৃত্বে অভিযানে উপজেলা কৃষি কর্মকর্তা মশিউর রহমান, উপ-সহকারী কৃষি কর্মকর্তা ও আনসার সদস্যরা অংশ নেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, মঙ্গলবার লাইসেন্সবিহীন সার বিক্রির অভিযোগে মরাখালি বাজারে অভিযান চালায় কৃষি বিভাগ। ওই বাজারের ব্যবসায়ী জিয়াউল হকের বিরুদ্ধে অভিযোগ প্রমানিত হওয়ায় সার ব্যবস্থাপনা আইন, ২০০৬ এর ৮(১), (২) ধারা অনুযায়ী ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
নালিতাবাড়ী উপজেলা কৃষি কর্মকর্তা মশিউর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, ‘জনস্বার্থে এধরনের অভিযান অব্যাহত থাকবে। ভেজাল ও লাইসেন্স বিহীন সার বিক্রেতাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।’