নিজস্ব প্রতিবেদক:শেরপুরের নালিতাবাড়ীতে দোকান ভাড়া নিয়ে দ্বন্দ্বে জাকির হোসেন লিমন (৫৪) নামে মালিকের উপর হামলার অভিযোগ উঠেছে কতিপয় ব্যক্তির বিরুদ্ধে। ১১ ডিসেম্বর বৃহস্পতিবার উপজেলার পৌর শহরের গড়কান্দা রশনী কমপ্লেক্সের সামনে এঘটনা ঘটে। এঘটনায় ১২ ডিসেম্বর শুক্রবার ভুক্তভোগী ওই মালিক নালিতাবাড়ী থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযুক্তরা হলেন, গড়কান্দা এলাকার আবু সিনা (৪৫), জাফর মিয়া (৪০), কুতুব মিয়া (৩৫), রুহুল আমিন (৪৪), কামরুল ইসলাম (৩৫), অজ্ঞাতনামা আরো ৬/৭ জন।
লিখিত অভিযোগ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, জাকির হোসেন লিমন রমিজ উদ্দিন নামে এক ব্যক্তিকে তার রশনী কমপ্লেক্সের দ্বিতীয় তলায় অফিস এবং নিচতলায় দোকান ভাড়া দেয়। পরে মাস শেষ হওয়ার পর থেকে তাকে খোঁজে না পাওয়ায় তার ভাইদের সাথে যোগাযোগ করে জানতে পারে সে মাদকাসক্ত এবং রিহ্যাবে ভর্তি আছে। পরবর্তীতে রমিজের ভাই রুহুল আমিন ও কামরুল ইসলামের কাছে জাকির হোসেন লিমন অফিস ও দোকান ভাড়ার কথা বললে তর্ক বিতর্ক সৃষ্টি হয়। এই শত্রুতার জের ধরে গত বৃহস্পতিবার রাতে অভিযুক্তরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে লিমনের ওপর হামলা চালায়। তাকে মারধর করে জখম করে এবং সাথে থাকা টাকা ও মোবাইল কেড়ে নেয়। পরে লিমনের চিৎকার চেঁচামেচিতে মানুষ জড়ো হয়ে যাওয়ায় নানা ধরনের হুমকি দিয়ে চলে যায় অভিযুক্তরা। লিখিত অভিযোগ অনুযায়ী জানা যায় অভিযুক্তরা জামায়াতে ইসলামীর অঙ্গসংগঠনের নেতাকর্মী।
এবিষয়ে অভিযুক্তদের মধ্য থেকে আবু সিনা মোঃ জুবায়ের এর কাছে জানতে চাইলে তিনি বলেন, “লিমন আমাকে অকথ্য ভাষায় গালাগালি করে এবং উত্তেজিত আচরণ করলে হাতাহাতির ঘটনা ঘটে। দলবদ্ধভাবে হামলা বা মোবাইল-টাকা কেড়ে নেওয়ার অভিযোগ সত্য নয়।”
নালিতাবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আশরাফুজ্জামান জানান, এবিষয়ে লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।