আমানুল্লাহ আসিফ মীর, স্টাফ রিপোর্টার: শেরপুর শহরের চকপাঠক মহল্লায় বসবাসরত ৪৫৬টি পরিবারকে কেন্দ্র করে গঠিত সামাজিক সংগঠন বায়তুন নূর কল্যাণ সমাজের ৫১ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে।
এতে সকলের সর্বসম্মতিক্রমে রাশেদুল হোসেন ডিয়ার-কে সভাপতি এবং রফিকুল ইসলাম তাজি-কে সাধারণ সম্পাদক নির্বাচিত করে এ কমিটি গঠন করা হয়।
শুক্রবার (১২ ডিসেম্বর) রাতের দিকে চকপাঠক মহল্লাস্থ ডিয়ারের মার্কেট প্রাঙ্গনে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, সমাজকর্মী ও এলাকাবাসীর উপস্থিতিতে এক আলোচনা সভার মাধ্যমে কমিটি ঘোষণা করা হয়। সভায় সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে বিস্তারিত আলোচনা করা হয় এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা তুলে ধরা হয়।
বায়তুন নূর কল্যাণ সমাজের নেতৃবৃন্দ জানান, এই সংগঠনের মূল অঙ্গীকার হলো, মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গঠন,
অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানো, পরিবেশ সচেতনতা সৃষ্টি,
সামাজিক কুসংস্কার দূরীকরণ
এবং একটি দুর্নীতিমুক্ত, মানবিক সমাজ প্রতিষ্ঠায় কার্যকর ভূমিকা রাখা।
নবগঠিত কমিটির সদস্যরা আশা প্রকাশ করেন, সকলের সম্মিলিত প্রচেষ্টায় বায়তুন নূর কল্যাণ সমাজ চকপাঠক মহল্লাসহ পুরো শেরপুর শহরে সামাজিক উন্নয়ন ও ইতিবাচক পরিবর্তনে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।