আমানুল্লাহ আসিফ মীর, স্টাফ রিপোর্টার: শেরপুরের নালিতাবাড়ীতে ৩৮০ জন শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেছে ‘ইউনিটি হেন্ড ফাউন্ডেশন’। ৫ জানুয়ারি সোমবার উপজেলার একাধিক স্থানে অসহায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করে সংস্থাটি।
সংস্থার পক্ষ থেকে জানানো হয়, পুরো শীত মৌসুম জুড়ে অসহায় শীতার্তদের মাঝে নানা কর্মসূচি হাতে নিয়েছে তারা। এরই ধারাবাহিকতায় গতকাল সোমবার উপজেলার পাচগাঁও বাজার, যোগানিয়া ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণ ও কাপাশিয়া এলাকায় ৩৮০ জন অসহায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল তুলে দেওয়া হয়।
তীব্র শীতে কম্বল উপহার পেয়ে ইউনিটি হেড ফাউন্ডেশনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন উপকারভোগীরা।