আমানুল্লাহ আসিফ মীর, স্টাফ রিপোর্টার : “দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা: গড়বে আগামীর শুদ্ধতা ” স্লোগানে শেরপুরের নালিতাবাড়ীতে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত হয়েছে। ৯ ডিসেম্বর মঙ্গলবার দিবসটি উপলক্ষে উপজেলা পরিষদের সামনে মানববন্ধন ও উপজেলা হলরুম তেপান্তরে আলোচনা সভার আয়োজন করা হয়।
উপজেলা প্রশাসনের আয়োজনে দিবসটি উদযাপনে সহযোগিতা করে দুর্নীতি প্রতিরোধ কমিটি (দুপ্রক), সচেতন নাগরিক কমিটি (সনাক), সবুজ বাংলা গ্রামীন উন্নয়ন সংস্থা, ব্র্যাক, পারি, কারিতাস, আরডিএস, টিএমএসএস, উদয়ন মহিলা উন্নয়ন সংস্থা।
নালিতাবাড়ী দুর্নীতি প্রতিরোধ কমিটি দুপ্রকের সভাপতি এম.এ হাকাম হীরার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেজুয়ানা আফরিন ও স্বাগত বক্তব্য রাখেন সনাক সদস্য আব্দুল ফাত্তাহ।
ইয়েস দলনেতা আবু রাসেলের সঞ্চালনায় এসময় আরো বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) আনিসুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা মশিউর রহমান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সাবিনা ইয়াসমিন, সচেতন নাগরিক কমিটি সনাক সভাপতি এনএম সাদরুল আহসান মাসুম, প্রেসক্লাব নালিতাবাড়ীর সভাপতি আব্দুল মান্নান সোহেল, সবুজ বাংলা গ্রামীণ উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক খন্দকার আব্দুল আলীম, সাংবাদিক আব্দুল মোমেন, দুপ্রক সদস্য নকরেক কেয়া, ইয়েস সদস্য সারোয়ার হোসাইন প্রমুখ।
দুর্নীতি প্রতিরোধে সচেতনতা বৃদ্ধিসহ নানা বিষয়ে বক্তারা আলোচনা করেন।
পরে একই স্থানে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে বেগম রোকেয়া দিবস পালন করা হয়।