নিজস্ব প্রতিবেদক:
শেরপুর জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় পরিচালিত ‘এম.এ.এন ছিদ্দিক শিক্ষা ট্রাস্ট’ এর আওতায় ২০২৫ সালের জন্য ছাত্র-ছাত্রীদের এককালীন বৃত্তির আবেদন আহ্বান করা হয়েছে। জেলার প্রকৃত মেধাবী ও দরিদ্র শিক্ষার্থীদের সহায়তা প্রদানের লক্ষ্যে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
জেলা প্রশাসকের কার্যালয় সূত্রে জানা গেছে, আগ্রহী শিক্ষার্থীদের নির্ধারিত ফরমে আবেদন করতে হবে। আবেদন ফরম পূরণ করে প্রয়োজনীয় কাগজপত্রসহ আগামী ৩১ ডিসেম্বর, ২০২৫ তারিখের মধ্যে জমা দিতে হবে।
আবেদনের সঙ্গে প্রয়োজনীয় কাগজপত্র:
১ঃ প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা অথবা শিক্ষা প্রতিষ্ঠান প্রধান কর্তৃক সত্যায়িত পিএসসি/জেএসসি/এসএসসি (২০২৫ সালের) পরীক্ষার নম্বরপত্রের ছায়ালিপি।
২ঃ সদ্য তোলা পাসপোর্ট সাইজের ১ কপি সত্যায়িত ছবি।
৩ঃ শেরপুর জেলার স্থায়ী বাসিন্দার প্রমাণস্বরূপ জন্মনিবন্ধনের সত্যায়িত অনুলিপি।
৪ঃ অভিভাবকের আয়ের সনদপত্র (চাকরিজীবীদের ক্ষেত্রে অফিস প্রধান এবং অন্যদের ক্ষেত্রে পৌরসভা/ইউনিয়ন চেয়ারম্যান কর্তৃক প্রদত্ত)।
আবেদন জমার সময়সীমা:
পূরণকৃত আবেদনপত্রটি সহকারী কমিশনার (শিক্ষা ও কল্যাণ শাখা), রুম নম্বর-৩০৭, জেলা প্রশাসকের কার্যালয়, শেরপুর-এ জমা দিতে হবে। আবেদনের শেষ সময় ৩১ ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ।