_upscale
স্টাফ রিপোর্টার: শেরপুরের নালিতাবাড়ীতে তিন শতাধিক কম্বল বিতরণ করেছে ‘বাঘবেড় ইউনিয়ন স্বেচ্ছাসেবী সংগঠন’। ৯ জানুয়ারী শুক্রবার উপজেলার বাঘবেড় ইউনিয়নের চেল্লাখালি বাজারে অসহায় শীতার্তদের মাঝে এসব শীতবস্ত্র বিতরণ করা হয়।
বাঘবেড় ইউনিয়নের ৫ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক বাহাজ উদ্দিনের সভাপতিত্বে শীতবস্ত্র বিতরণ কার্যক্রমটি পরিচালনা করেন ‘বাঘবেড় ইউনিয়ন স্বেচ্ছাসেবী সংগঠন’র সভাপতি ও তরুণ ছাত্রনেতা ইউসুফ মিয়া এবং সাধারণ সম্পাদক মোঃ নাসিম মিয়া।
এ সময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক জহরুল ইসলাম, সদস্য নবী হোসেন, ইব্রাহীম, আনিস ও ইমনসহ ইউনিয়ন বিএনপির স্থানীয় নেতাকর্মীরা।
সংগঠনের নেতৃবৃন্দরা জানান, তীব্র শীতে সাধারণ মানুষের দুর্ভোগ লাঘব করতেই তাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা। আগামীতেও তারা জনকল্যাণমূলক এমন সামাজিক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।