আমানুল্লাহ আসিফ মীর, স্টাফ রিপোর্টার: শেরপুরের নালিতাবাড়ীতে ধর্ষনের শিকার হওয়া চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীর পাশে দাঁড়িয়েছে নকলা অদম্য মেধাবী সংস্থা। ১০ জানুয়ারী শনিবার ভিকটিমের চিকিৎসা সহায়তা বাবদ তার পরিবারের কাছে নগদ ২০ হাজার টাকা প্রদান করে সংস্থাটি।
সূত্রে জানা যায়, গত সোমবার নালিতাবাড়ী উপজেলার দক্ষিণ পলাশীকুড়া গ্রামের ফেরিওয়ালা ইসলাম উদ্দিন কর্তৃক ধর্ষনের শিকার হন ওই এলাকার চতুর্থ শ্রেণী পড়ুয়া ৯ বছর বয়সী এক কিশোরী। অতিরিক্ত রক্তক্ষরণের কারনে মেয়েটিকে প্রথমে শেরপুর সদর হাসপাতাল পরে অবস্থার অবনতি হলে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। আর্থিকভাবে অসচ্ছলতার কারণে থমকে যায় মেয়েটির চিকিৎসা। এমতাবস্থায় স্থানীয় এলাকাবাসী বিভিন্ন দানশীল ব্যক্তি ও সংগঠনের দৃষ্টি আকর্ষণ করে সহায়তা কামনা করেন। এর পরিপ্রেক্ষিতে শনিবার নকলা অদম্য মেধাবী সংস্থার পক্ষ থেকে নগদ ২০ হাজার টাকা ভিকটিমের পরিবারের হাতে তুলে দেওয়া হয়।
এসময় নকলা অদম্য মেধাবী সংস্থার অন্যতম সদস্য মোশারফ হোসেন শ্যামল, মানব কল্যাণ সংস্থা (ইনসাফ) এর চেয়ারম্যান হাবিবুল্লাহ পাহাড়ী, ইউনাইটেড ফর হিউম্যানিটি এর সাধারণ সম্পাদক সাদ আল জুনাইদ, স্বেচ্ছাসেবী জাকির হোসেনসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ ও ভিকটিমের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
নকলা অদম্য মেধাবী সংস্থার চেয়ারম্যান আবু শরীফ কামরুজ্জামান বলেন, “আমাদের পক্ষ থেকে এই বোনের চিকিৎসার জন্য সামান্য সহায়তা করা হয়েছে। সবাই নিজ নিজ অবস্থান থেকেই ধর্ষিতা বোনের পাশে দাড়ান, অপরাধীর সর্বোচ্চ শাস্তির দাবিতে আওয়াজ তুলুন।”