আমানুল্লাহ আসিফ মীর, স্টাফ রিপোর্টার: ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদীর স্মরনে শেরপুরের নালিতাবাড়ীতে দোয়া ও আলোচনা সভা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। ২০ ডিসেম্বর শনিবার বিকেলে এই আয়োজন করে বাংলাদেশ জামায়াতে ইসলামী নালিতাবাড়ী পৌর শাখা।
পৌর জামায়াতের আমির হেলাল উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর ২ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী গোলাম কিবরিয়া ভিপি।
এসময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন নালিতাবাড়ী উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মো. আফসার উদ্দিন, সেক্রেটারি মো. শাহাদত হোসেন, সাবেক পৌর আমীর দ্বীন মোহাম্মদ, পৌর সেক্রেটারি মো. আব্দুল মোমেন, জামায়াত নেতা মো. রুহুল আমীন, মো. আরিফ রব্বানী, মো. শফিউর রহমান বিএসসি প্রমুখ।
সভায় ভারতীয় আধিপত্যবাদের বিরোধী বিপ্লবী ছাত্রনেতা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদীর স্মরণে দোয়া, আলোচনা এবং তার রুহের মাগফেরাত কামনা করা হয়।