স্টাফ রিপোর্টার: ধুমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নের লক্ষ্যে শেরপুরে জেলা টাস্কফোর্স কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। ২১ ডিসেম্বর রোববার জেলা সম্মেলন কক্ষে এই আয়োজন করে জেলা প্রশাসন।
অতিরিক্ত জেলা প্রশাসক শাকিল আহমেদের সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও জেলা টাস্কফোর্স কমিটির সভাপতি তরফদার মাহমুদুর রহমান।
এসময় অন্যান্যের মাঝে শেরপুর স্থানীয় সরকারের উপ-পরিচালক আরিফা সিদ্দিকা, জেলা টাস্কফোর্স কমিটির সদস্য সচিব ও সিভিল সার্জন ডা. মুহাম্মদ শাহিন, ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক মোহাইমিনুল ইসলাম, শেরপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবা হক, ঝিনাইগাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুল আলম রাসেল, নকলা উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহাঙ্গীর আলম, শ্রীবরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা মনীষা আহমেদ, নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত ) আনিসুর রহমান, সবুজ বাংলা গ্রামীণ উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক খন্দকার আব্দুল আলীম, জয়তুন চ্যারিটি বিডির পোগ্রাম অফিসার আমানুল্লাহ আসিফ এবং জেলা টাস্কফোর্স কমিটির সদস্যবৃন্দ, জেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও এনজিও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সভায় তামাক নিয়ন্ত্রণে আইনের প্রয়োগ ও জনসচেতনতা বৃদ্ধির বিষয়ে গুরুত্বারোপ করা হয়। এর আগে জেলা ও উন্নয়ন ও সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়।