আমানুল্লাহ আসিফ মীর, স্টাফ রিপোর্টার: আসন্ন এয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে শেরপুরের নালিতাবাড়ীতে ধানের শীষের সমর্থনে পথসভা অনুষ্ঠিত হয়েছে। ৬ ডিসেম্বর শনিবার সন্ধ্যায় উপজেলার উত্তর নাকশী উচ্চ বিদ্যালয় মাঠে এই আয়োজন করে ১২ নং কলসপাড় ইউনিয়ন বিএনপি এবং সকল সহযোগী সংগঠন।
১২ নং কলসপাড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মজিদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শেরপুর ২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও শেরপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক প্রকৌশলী ফাহিম চৌধুরী।
এসময় অন্যান্যের মাঝে প্রয়াত হুইপ জাহেদ আলী চৌধুরীর ছোট ভাই মোবাশ্বের আলী চৌধুরী, নালিতাবাড়ী উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ইউনুস আলী দেওয়ান, হাবিবুর রহমান লিটন, আমিনুল ইসলাম জিন্নাহ, এম.এ রায়হান, শহর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক শফিকুল তালুকদার রিপন, বিএনপি নেতা ও নয়াবিল ইউনিয়নের চেয়ারম্যান মিজানুর রহমান, উপজেলা শ্রমিক দলের সভাপতি হুমায়ুন কবিরসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
পথসভায় ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে আগামী নির্বাচনে বিএনপিকে রাষ্ট্র ক্ষমতায় নিয়ে যাওয়ার আহ্বান জানানো হয়। অসুস্থ সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া করা হয়।
এর আগে কলসপাড় ইউনিয়নের বিভিন্ন এলাকা থেকে ক্ষুদ্র ক্ষুদ্র মিছিল নিয়ে এসে সভাস্থলে জড়ো হোন নেতা-কর্মীরা।