আমানুল্লাহ আসিফ মীর, স্টাফ রিপোর্টার: ভ্রাম্যমান আদালতের অভিযানে শেরপুরের নালিতাবাড়ীতে ৮ টি করাতকল সিলগালা করা হয়েছে। ১১ ডিসেম্বর বৃহস্পতিবার পৌর শহরে অনুমোদনহীন এসব করাতকল সিলগালা করা হয়।
সিলগালাকৃত ৮টি করাতকলের মধ্যে করাতকল মালিক সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদকের মালিকানাধীন ২টি করাতকলও ছিল, যা দীর্ঘদিন ধরে অনুমোদনহীনভাবে পরিচালিত হচ্ছিল।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আনিসুর রহমানের নেতৃত্বে ও মধুটিলা রেঞ্জ কর্মকর্তা মো. দেওয়ান আলীর সার্বিক তত্ত্বাবধানে অভিযানে আনসার ব্যাটালিয়ন সদস্য এবং বন বিভাগের কর্মচারীরা অংশ নেন।