জায়েদ মাহমুদ রিজন, স্টাফ রিপোর্টার:
শেরপুরের নালিতাবাড়ীতে এসএসসি ১৯৯১ ব্যাচের উদ্যোগে দিনব্যাপী বন্ধু মিলনমেলা ২০২৫ উৎসবমুখর ও প্রাণবন্ত পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২০ ডিসেম্বর) সকাল থেকে উপজেলার পর্যটনসমৃদ্ধ মধুটিলা ইকোপার্কের গেস্ট হাউস চত্বরে নানা আয়োজনে এই মিলনমেলা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলওয়াত ও গীতা পাঠের মাধ্যমে আনুষ্ঠানিকতা শুরু হয়। এরপর রাষ্ট্রীয় শোক পালন উপলক্ষে এক মিনিট দাঁড়িয়ে নীরবতা পালন করে প্রয়াতদের প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়।
মিলনমেলায় দেশের বিভিন্ন থানা থেকে আগত এসএসসি ৯১ ব্যাচের বন্ধুরা অংশগ্রহণ করেন। দীর্ঘদিন পর একত্রিত হয়ে প্রিয় সহপাঠীরা স্মৃতিচারণ, কুশল বিনিময় ও আন্তরিক আড্ডার মধ্য দিয়ে বন্ধুত্বের পুরোনো বন্ধনকে নতুন করে জাগিয়ে তোলেন।
অনুষ্ঠানের আনুষ্ঠানিক পর্বে নালিতাবাড়ী ৯১ ব্যাচের পক্ষ থেকে বিভিন্ন জেলার বন্ধুদের মাঝে সম্মাননা স্মারক প্রদান করা হয়। পাশাপাশি অংশগ্রহণকারী বন্ধুদের জন্য বিশেষ উপহার হিসেবে বন্ধু মিলনমেলার স্মারক টি-শার্ট এবং নালিতাবাড়ী নিয়ে লেখা একটি তথ্যভিত্তিক বই তুলে দেওয়া হয়, যা সবার মাঝে বাড়তি আনন্দ ও আগ্রহ সৃষ্টি করে।
দিনব্যাপী আয়োজনে ছিল লটারি ড্র, সাংস্কৃতিক অনুষ্ঠান ও নানান বিনোদনমূলক আয়োজন। সাংস্কৃতিক পর্বে গান, আবৃত্তি ও হাস্যরসাত্মক পরিবেশনায় পুরো অনুষ্ঠানস্থল জুড়ে সৃষ্টি হয় উৎসবের আমেজ। অংশগ্রহণকারী বন্ধুরা তাদের অনুভূতি প্রকাশ করে বলেন, এ ধরনের মিলনমেলা পারস্পরিক সম্পর্ককে আরও দৃঢ় করে এবং হারিয়ে যাওয়া স্মৃতিগুলোকে নতুন করে ফিরিয়ে আনে।
আয়োজকদের পক্ষ থেকে অংশগ্রহণকারীদের জন্য সকালের নাস্তা, দুপুরের খাবার ও কফি পরিবেশন করা হয়। সব মিলিয়ে প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা মধুটিলা ইকোপার্কে অনুষ্ঠিত এই বন্ধু মিলনমেলা পরিণত হয় এক স্মরণীয়, আনন্দঘন ও সফল আয়োজনে।
আয়োজকরা জানান, ভবিষ্যতেও এ ধরনের মিলনমেলা অব্যাহত রেখে ব্যাচভিত্তিক বন্ধুত্ব ও সামাজিক সম্পর্ক আরও সুদৃঢ় করার উদ্যোগ নেওয়া হবে।