ডেস্ক রিপোর্ট:সিলেট ওসমানী আর্ন্তজাতিক বিমানবন্দরে এসে পৌঁছেছে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে বহনকারী বাংলাদেশ বিমানের ফ্লাইট। বৃহস্পতিবার সকাল ৯টা ৫৫ মিনিটে লন্ডন থেকে আসা ওই ফ্লাইটটি এয়ারপোর্টে এসে পৌঁছে।
এদিকে ফ্লাইটে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান থাকার কারণে গোটা বিমানবন্দরজুড়ে কঠোর নিরাপত্তাব্যবস্থা গড়ে তোলা হয়েছে। সব প্রবেশমুখে যাত্রীদের করা হচ্ছে তল্লাশি। রানওয়ে ও আশপাশ এলাকার ৯টি পয়েন্টে মোতায়েন রয়েছে সেনাবাহিনীসহ কয়েকটি সংস্থার সদস্যরা।
বিমানবন্দর সূত্র জানায়, বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ওসমানীতে এক ঘণ্টার মতো যাত্রা বিরতি করবেন। ওই সময় তিনি বিমানেই অবস্থান করবেন। লন্ডন থেকে আসা সিলেটের যাত্রীদের ওসমানীতে নামিয়ে দেওয়ার পর তাকে বহনকারী বিমানের ফ্লাইটটি ঢাকার উদ্দেশে যাত্রা শুরু করবে।
সুত্র: বাংলাদেশ সমাচার