আমানুল্লাহ আসিফ, স্টাফ রিপোর্টার: শেরপুর ২ (নকলা-নালিতাবাড়ী) আসনে মনোনয়নপত্র দাখিলকারী ৫ প্রার্থীর মাঝে বৈধতা পেলেন ২ জন। বাকি দুই প্রার্থীর মনোনয়নপত্র বাতিল ও একজনের মনোনয়ন স্থগিত করেছে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান। গতকাল শনিবার দুপুর পর্যন্ত চলা যাচাই-বাছাই শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ রজনীগন্ধায় এ ঘোষনা দেওয়া হয়।
জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, শেরপুর-২ সংসদীয় আসন ১৪৪ থেকে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী গোলাম কিবরিয়া ও ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী আব্দুল্লাহ আল কায়েস মনোনয়নপত্র বৈধতা পেয়েছেন। দ্বৈত নাগরিকত্ব থাকায় এই আসনে বিএনপি মনোনীত প্রার্থী ফাহিম চৌধুরীর মনোনয়ন স্থগিত করা হয়েছে। দ্বৈত নাগরিকত্ব ও দলীয় মনোনয়ন না থাকায় বাতিল করা হয়েছে ইলিয়াস খানের মনোনয়নপত্র। ঋণ খেলাপীর কারণে বাতিল করা হয়েছে জাতীয় পার্টি মনোনীত প্রার্থী রফিকুল ইসলাম বেলালের মনোনয়নপত্র।