আমানুল্লাহ আসিফ মীর, স্টাফ রিপোর্টার: শেরপুরের নালিতাবাড়ীতে অসহায় শীতার্তদের পাশে দাঁড়াতে ভিন্নধর্মী উদ্যোগ নিয়েছে একঝাঁক তরুণ-তরুণী। ১ ডিসেম্বর সোমবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স রোডে জলি ডায়াগনস্টিক সেন্টারের বিপরীত পার্শ্বে “মানবতার সিঁড়ি” স্থাপন করেছে জাগ্রত মানবতা স্বেচ্ছাসেবী সংগঠন। এর আগে গত শুক্রবার আড়াইআনী কালেমা চত্বরের নিকট “মানবতার চত্বর” স্থাপন করেছে স্বপ্নময় মানব কল্যাণ ফাউন্ডেশন।
মানবতার সিঁড়ি উদ্বোধনকালে উপস্থিত ছিলেন, জাগ্রত মানবতা স্বেচ্ছাসেবী সংগঠনের কো-চেয়ারম্যান জোবায়ের আহম্মেদ জয়, ভাইস চেয়ারম্যান তৌকির আহম্মেদ তানজিল, চেয়ারম্যান পরিষদের সদস্য বিধান কর্মকার, সহ-সভাপতি এম উজ্জ্বল, সায়মা খাতুন, সাংগঠনিক সম্পাদক নাইমুর হাসান রিফাত, কোষাধ্যক্ষহ অমিত সরকার প্রমুখ।
সূত্র জানায়, যে কেউ তার অপ্রয়োজনীয় কাপড় ও শীতবস্ত্র মানবতার সিঁড়ি এবং মানবতার চত্বরে রেখে যেতে পারবে। পরে সেখান থেকে অসহায়রা তাদের চাহিদা অনুযায়ী বস্ত্র সংগ্রহ করতে পারবে।
তরুণদের ভিন্নধর্মী এই উদ্যোগ প্রশংসা কুড়িয়ে নিয়েছে স্থানীয় পর্যায়ে।
স্বপ্নময় মানবকল্যাণ ফাউন্ডেশনের সভাপতি শাকিব আহমেদ বলেন, ‘এই শীতে অনেকেরই শীতবস্ত্র কেনার সামর্থ্য নেই। অসহায় শীতার্তদের পাশে দাঁড়ানোর লক্ষ্যেই আমরা মানবতার চত্বর স্থাপন করেছি। আমরা সকলের সহযোগিতা কামনা করি।’
জাগ্রত মানবতা স্বেচ্ছাসেবী সংগঠনের সভাপতি তাজবীর হাসান সিফাত বলেন, ‘এবছর শুরুতেই শীত মোটামুটি ভালোই অনুভুত হচ্ছে। বিভিন্ন জন বিভিন্নভাবে জীবনযাপন করছে। অসহায় মানুষদের জন্য কিছু করার প্রচেষ্টা অতীতেও করেছি, আগামীতেও করবো। সেই প্রচেষ্টা থেকেই এবার শীতের শুরুতেই আমাদের সংগঠনের পক্ষ থেকে মানবতার সিঁড়ি স্থাপন করা হলো।’