আমানুল্লাহ আসিফ মীর, স্টাফ রিপোর্টার: গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিল্প মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব হিসেবে পদোন্নতি পেয়েছেন শেরপুরের নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা আক্তার ববি। গত সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে তাকে এই পদোন্নতি দেয়া হয়।
গতকাল মঙ্গলবার বিষয়টি নিশ্চিত করে ফারজানা আক্তার ববি বলেন, উর্ধ্বতন কর্তৃপক্ষের আদেশে উপজেলা নির্বাহী কর্মকর্তা থেকে সিনিয়র সহকারী সচিব হিসেবে শিল্প মন্ত্রণালয়ে আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে। বিগত সময়ে আমি আমার অবস্থান থেকে সবসময় জনকল্যাণমূলক কাজ করার চেষ্টা করেছি। অতীতের মতো আগামী দিনেও সততা ও নিষ্ঠার সাথে আমি আমার দায়িত্ব পালন করার চেষ্টা করবো। নালিতাবাড়ী উপজেলায় কাজ করার সময় যারা সহযোগিতা করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে দোয়া কামনা করেন তিনি।
সূত্র জানায়, প্রায় এক বছর ধরে নালিতাবাড়ী উপজেলায় নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে কর্মরত ছিলেন ফারজানা আক্তার ববি। দায়িত্বে থাকা সময়ে তিনি নালিতাবাড়ীর দৃশ্যপট বদলে দিতে ব্যাপক পরিসরে কাজ করেছেন। পৌর শহর থেকে শুরু করে গ্রাম পর্যায়ে বিভিন্ন দৃশ্যমান উন্নয়ন তার মাধ্যমে হয়েছে। এই উপজেলার সবচেয়ে বড় সমস্যা অবৈধ বালু উত্তোলনের পরিধি শূন্যের কোঠায় নামিয়ে এনেছেন তিনি। ফারজানা আক্তার ববি শেরপুর জেলায় শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে সম্মাননা অর্জন করেছেন।
নালিতাবাড়ীর আগে বারহাট্টা উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে তিনি কর্মরত ছিলেন। সেখানেও তার কর্মের জন্য তিনি প্রশংসিত হয়ে আছেন।