জায়েদ মাহমুদ রিজন, স্টাফ রিপোর্টার: বাঙালির গৌরবোজ্জ্বল মহান বিজয় দিবস যথাযোগ্য মর্যাদা ও গভীর শ্রদ্ধার সঙ্গে শেরপুরের নালিতাবাড়ীতে উদযাপিত হয়েছে। সারাদেশের ন্যায় মঙ্গলবার (১৬ ডিসেম্বর) নালিতাবাড়ী উপজেলায় দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালিত হয়।
দিবসটির সূচনা হয় প্রথম প্রহরে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে। সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে নালিতাবাড়ী উপজেলা শহীদ মিনার ও স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে বীর শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করা হয়।
এ সময় শ্রদ্ধা নিবেদন করেন নালিতাবাড়ী উপজেলা নির্বাহী অফিসার রেজওয়ানা আফরিন, সহকারী কমিশনার (ভূমি) আনিসুর রহমান, সিনিয়র সহকারী পুলিশ সুপার (নালিতাবাড়ী সার্কেল) আফসান আল আলম, নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আশরাফুজ্জামানসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ। এছাড়াও উপজেলা বিএনপি, শহর বিএনপি ও তাদের অঙ্গ ও সহযোগী সংগঠনসমূহ,উপজেলা প্রেসক্লাবসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ শহীদদের প্রতি শ্রদ্ধা জানান।
পরবর্তীতে সকাল ৯টায় তারাগঞ্জ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা প্রশাসনের আয়োজনে পায়রা ও বেলুন উড়িয়ে বিজয় দিবসের আনুষ্ঠানিক কর্মসূচির উদ্বোধন করা হয়। এরপর সুশৃঙ্খল কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়, যেখানে পুলিশ, ফায়ার সার্ভিস, আনসার, স্কাউট ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
কুচকাওয়াজ শেষে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে পৃথকভাবে ডিসপ্লে প্রদর্শনী অনুষ্ঠিত হয়, যা উপস্থিত দর্শকদের মুগ্ধ করে।
অনুষ্ঠানের শেষ পর্বে অতিথিবৃন্দদের সম্মাননা স্মারক প্রদান করা হয় এবং কুচকাওয়াজ ও ডিসপ্লে প্রদর্শনীতে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। দিনব্যাপী এসব কর্মসূচির মধ্য দিয়ে নালিতাবাড়ীতে মহান বিজয় দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হয়।